'কাশ্মীরে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করা উচিত', মন্তব্য রাম মাধবের, উমর-মেহবুবাদের গৃহবন্দি দশা কাটা নিয়ে জল্পনা
Continues below advertisement
কাশ্মীরে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করা উচিত। উপত্যকার সব রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ওপর আমাদের শ্রদ্ধা আছে। উপত্যকার রাজনীতিতে ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিদের বড় ভূমিকা আছে। মন্তব্য বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবের। তাহলে কী, গৃহবন্দি দশা কাটতে চলেছে উমর-মেহবুবাদের? বিজেপি নেতা রাম মাধবের মন্তব্যে তীব্র জল্পনা।
Continues below advertisement