Reporter Stories: গড়চায় বৃদ্ধা খুন: বাড়িতে রেস্তোরাঁ খোলা ও সম্পত্তি-ব্যবসা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই খুন, দাবি পুলিশের

Continues below advertisement
গরচা রোডে বৃদ্ধা খুনে নতুন তথ্য। মেয়ের মাধ্যমে পরিচয়ের পর, পঞ্জাবের বাসিন্দা যুবকের সঙ্গে বৃদ্ধার বড় বৌমার ঘনিষ্ঠতা। মেয়ে ও প্রেমিককে নিয়েই শাশুড়িকে খুনের ছক, গরচায় বৃদ্ধা খুনের ঘটনায় দাবি পুলিশের।

পুলিশ সূত্রে খবর, ফেসবুকে প্রথমে বৃদ্ধার নাতনি কণিকা ওরফে গুড়িয়ার সঙ্গে পরিচয় পঞ্জাবের নভার বাসিন্দা সৌরভ পুরীর। গুড়িয়ার মাধ্যমেই তার মা ডিম্পলের সঙ্গে পরিচয় হয় সৌরভের। তৈরি হয় ঘনিষ্ঠতা। ডিম্পলের মোবাইলে হার্টবিট বলে সেভ করা ছিল প্রেমিকের মোবাইল নম্বর। দুজনের মধ্যে নিয়মিত চলত ভিডিও চ্যাট। কয়েকমাস ধরে ডিম্পলের হাজরা রোডের ফ্ল্যাটে এসে থাকতে শুরু করে সৌরভ। সেখানেই ডিম্পলের শাশুড়ি ঊর্মিলা ঝুন্ডকে খুন করে, গরচা রোডের বাড়িতে রেস্তোরাঁ খোলা ও সম্পত্তি-ব্যবসা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই দিন রাতে ডিম্পলের দুই মেয়েই তাদের ঠাকুমার কাছে এসেছিল। ছোট মেয়ে পরে চলে যায়। বড় মেয়ে ও ডিম্পলের প্রেমিক সৌরভ ঘটনাস্থলে ছিল। সৌরভ যখন ধারাল অস্ত্র দিয়ে বৃদ্ধাকে কোপায়, তখন ঠাকুমার মুখে বালিশ চাপা দিয়ে দেয় বড় নাতনি। খুনের পর, বাড়িতে থাকা নগদ ১ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় সৌরভ। এরপর বিমানের টিকিট কেটে সৌরভ প্রথমে দিল্লি ও পরে চণ্ডীগড়ে চলে যায়
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram