Reporter Stories: দুবরাজপুরে সালিশি সভায় বোমা-গুলি, ছররা গুলিতে জখম তরুণের মৃত্যু
Continues below advertisement
বীরভূমের দুবরাজপুরের চিত গ্রামে তোলাবাজি নিয়ে তৃণমূলের আদি বনাম নব্যর গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে সালিশি সভায় বোমা-গুলি। ছররা গুলিতে জখম তরুণের মৃত্যু। অভিযোগ, কয়লা বোঝাই ট্রাক্টর থেকে তোলা আদায়কে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতা শেখ মনিরের গোষ্ঠীর সঙ্গে বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া ইসলাম খানের গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে শুক্রবার গ্রামে সালিশি সভা বসে। সেখানে বোমা-গুলি চলে বলে অভিযোগ। ছররা গুলিতে জখম হয় ২০ বছরের নুরুদ্দিন খান। বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে, গতকাল সন্ধেয় তার মৃত্যু হয়। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের দাবি, তোলা আদায় নিয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্বকে আড়াল করতেই বিজেপির ঘাড়ে দোষ চাপাতে চাইছে তৃণমূল।
Continues below advertisement