Reporter Stories: পোলবাকাণ্ড: শারীরিক অবস্থার উন্নতি দিব্যাংশুর, সংক্রমণ আটকাতে রক্ত দেওয়া হচ্ছে ঋষভকে

Continues below advertisement
পোলবা পুলকারকাণ্ডে এসএসকেএমে ভর্তি দুই পড়ুয়া এখনও ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর, ঋষভ সিংহর ফুসফুসে এখনও কাদাজল থাকায় সংক্রমণ রয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে লড়াই করছেন চিকিত্সকরা। গতকাল ও আজ মিলিয়ে ঋষভকে ২ ইউনিট রক্ত ও ১০ ইউনিট প্লেটলেটস দেওয়া হয়েছে। অন্য দিকে, আরেক পড়ুয়া দিব্যাংশু ভকতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তার ফুসফুস চিকিত্সায় সাড়া দিচ্ছে। ফলে ভেন্টিলেটর থেকে দিব্যাংশুকে বের করে আনা যায় কিনা, তা পরীক্ষা করে দেখছেন চিকিত্সকরা। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram