Reporter Stories: ফের নদিয়ার শান্তিপুরের ফুলিয়াপাড়ায় অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, মেছো বিড়াল বলে অনুমান বন দফতরের
Continues below advertisement
ফের নদিয়ার শান্তিপুরের ফুলিয়াপাড়ায় অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক। গতকাল স্থানীয় এক বাসিন্দার বাড়ির বাইরে অজানা জন্তুর পায়ের ছাপ দেখা যায়।আজ ফের ওই এলাকায় আরও কয়েকটি পায়ের ছাপ মেলে। এনিয়ে নতুন করে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থল পরিদর্শন করেন নদিয়া-মুর্শিদাবাদ বন বিভাগের এডিএফও। এগুলি ফিশিং ক্যাট বা মেছো বিড়ালের পায়ের ছাপ বলে অনুমান বন দফতরের। এর আগে ফুলিয়ার চটকাতলা এলাকায় বিকট গর্জন শোনা যাচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। সেইসময় অজানা জন্তুর আতঙ্ক ছড়ায়।
Continues below advertisement