Reporter Stories: হাওড়া স্টেশনের কাছে ভ্যাটে বিস্ফোরণ, গুরুতর জখম পুরসভার অস্থায়ী সাফাইকর্মী

Continues below advertisement
হাওড়া স্টেশনের কাছে ভ্যাটে বিস্ফোরণ। গুরুতর জখম পুরসভার অস্থায়ী সাফাইকর্মী। সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ি থানার হরদত চামারিয়া রোডে। পুরসভার ভ্যাট পরিষ্কার করার সময়, বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন হাওড়া পুরসভার অস্থায়ী সাফাইকর্মী তুলসি পাসোয়ান। বছর পঞ্চাশের ওই সাফাইকর্মীকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। আহত সাফাইকর্মীর পরিবারের দাবি, আবর্জনার স্তূপে বোমা মজুত করা ছিল। তা থেকেই বিস্ফোরণ। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাসায়নিকের বর্জ্য থেকে বিস্ফোরণ। অন্যদিকে, গোটা ঘটনায় পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন সাফাইকর্মীরা। তাঁদের অভিযোগ, সুরক্ষার জন্য তাঁদের গ্লাভস ও গামবুট দেওয়া হয় না। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পুর কমিশনারের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram