Reporter Stories: বাসুলডাঙা স্টেশনে উঠে গেল অবরোধ, চালু ট্রেন চলাচল
Continues below advertisement
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। শিয়ালদা-ডায়মন্ড হারবার শাখার বাসুলডাঙা স্টেশনে রেল অবরোধ। সকাল ৮টা ২০-তে রেললাইনের ওপর লোহার পাত ফেলে অবরোধ হয়। দাঁড়িয়ে পড়ে আপ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল। ঘণ্টাখানেক পর রেলকর্মীরা এসে লোহার পাত সরিয়ে নেন। ফের শুরু হয় ট্রেন চলাচল।
Continues below advertisement