Reporter's Stories: নাদিয়ালে অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ১
Continues below advertisement
খাস কলকাতায় অস্ত্র কারখানার হদিশ। গ্রেফতার ১। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামও। পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল নাদিয়ালের একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। গ্রেফতার হয় আবদুল কায়ুম। ধৃতের বাড়ি বিহারের মুঙ্গেরে। উদ্ধার হয় ৭ এমএম পিস্তল, ম্যাগাজিন, অর্ধ সমাপ্ত ম্যাগাজিন, ব্যারেল, গ্রিল মেশিন, হাতুড়ি, করাত-সহ আরও কিছু সরঞ্জাম। পুলিশের দাবি, বাড়ি ভাড়া নিয়ে অস্ত্র কারখানা চালানো হচ্ছিল। বাড়ির মালিক-সহ কারখানার অন্য কর্মীরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Continues below advertisement