ঋষভ সিংহর মৃত্যু: সব পুলকার সংক্রান্ত তথ্য ও নথি জমা করার নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন স্কুলের অধ্যক্ষা
Continues below advertisement
৮ দিনের লড়াই শেষ। এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল পোলবা পুলকার দুর্ঘটনায় আহত ঋষভ সিংহর। গতকাল থেকেই ৬ বছরের ওই পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। আজ ভোর ৫টায় থেমে যায় লড়াই। মাল্টি অরগ্যান ফেলিওরে মৃত্যু বলে হাসপাতাল সূত্রে খবর।
১৪ ফেব্রুয়ারি, স্কুলে যাওয়ার পথে, পোলবায় নয়ানজুলিতে পড়ে যায় পুলকার। সবথেকে দেরিতে উদ্ধার করা হয় দুই পড়ুয়া ঋষভ সিংহ ও দিব্যাংশু ভকতকে। গ্রিন করিডোর করে দুজনকেই আনা হয় এসএসকেএমে। ওই দিন থেকেই ভেন্টিলেশনে ছিল ঋষভ। কৃত্রিমভাবে ফুসফুসকে সক্রিয় রাখতে একমো যন্ত্রের সাহায্য নেওয়া হয়। করা হয় ট্র্যাকিওস্টমি। কিন্তু এরপরও ফুসফুসে কাদাজল থেকে যাওয়ায়, শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। গতকাল থেকেই বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। খবর পেয়ে হাসপাতালে ভিড় করতে শুরু করেন ঋষভের আত্মীয়-পরিজন ও পোলবা থেকে আসা পরিচিতরা। ভোরে হাসপাতালের তরফে জানানো হয় লড়াই থেমে যাওয়ার কথা।
১৪ ফেব্রুয়ারি, স্কুলে যাওয়ার পথে, পোলবায় নয়ানজুলিতে পড়ে যায় পুলকার। সবথেকে দেরিতে উদ্ধার করা হয় দুই পড়ুয়া ঋষভ সিংহ ও দিব্যাংশু ভকতকে। গ্রিন করিডোর করে দুজনকেই আনা হয় এসএসকেএমে। ওই দিন থেকেই ভেন্টিলেশনে ছিল ঋষভ। কৃত্রিমভাবে ফুসফুসকে সক্রিয় রাখতে একমো যন্ত্রের সাহায্য নেওয়া হয়। করা হয় ট্র্যাকিওস্টমি। কিন্তু এরপরও ফুসফুসে কাদাজল থেকে যাওয়ায়, শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। গতকাল থেকেই বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। খবর পেয়ে হাসপাতালে ভিড় করতে শুরু করেন ঋষভের আত্মীয়-পরিজন ও পোলবা থেকে আসা পরিচিতরা। ভোরে হাসপাতালের তরফে জানানো হয় লড়াই থেমে যাওয়ার কথা।
Continues below advertisement