ভবিষ্যতে যাতে কোনও রোগীর সঙ্গে এরকম না হয়, চিকিৎসকদের কাছে সেই আবেদন জানাচ্ছি, বললেন শান্তনু সেন
Continues below advertisement
স্বাস্থ্য দফতর করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে সাধারণ রোগীদের অবহেলা না করার নির্দেশ দিয়েছে। ভবিষ্যতে যাতে চিকিৎসা না পেয়ে শিশুমৃত্যুর মতো ঘটনা না ঘটে, চিকিৎসকদের কাছে সেই আবেদন করছি। বললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন।
Continues below advertisement
Tags :
Bamungachi Lockdown 3.0 Santanu Sen Child’s Death Cancer Patient Advisory TMC MP Abp Ananda TMC