বিশ্বভারতীতে 'আক্রান্ত' এসএফআই, কাঠগড়ায় এবিভিপি, টিএমসিপিকে দুষলেন দিলীপ

Continues below advertisement

শান্তিনিকেতন: জেএনইউ-র পর এবার বিশ্বভারতী, ফের হিংসার ছবি শিক্ষাঙ্গনে। বিশ্বভারতীতে এসএফআই নেতাকে মারধর করার অভিযোগ উঠল দুই ছাত্রের বিরুদ্ধে। আক্রান্ত এসএফআই নেতার নাম স্বপ্ননীল মুখোপাধ্যায়। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অফিসের সামনে বিক্ষোভ দেখাল এসএফআই সমর্থকরা।

গত কয়েকদিন ধরেই সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী আন্দোলন নিয়ে উত্তপ্ত হয়ে আছে বিশ্বভারতী ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে কখনও গান গেয়ে, কখনও মিছিল করে আন্দোলন চালাচ্ছে এসএফআই। গত ৮ জানুয়ারী সাংসদ স্বপন দাশগুপ্ত নাগরিকপঞ্জি নিয়ে বক্তৃতা রাখতে এলে তাঁকে ঘেরাও করে আন্দোলনকারীরা। ৫ ঘন্টা ঘেরাওয়ের পর মুক্তি পান তিনি। ঘেরাও করা হয়েছিল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ আগত বিজেপি নেতাদেরও। ঘটনার নিন্দা করে ট্যুইট করেন রাজ্যপাল।

এসএফআইয়ের দাবি, এই ঘটনার জেরেই অচিন্ত্য বাগদী ও সাবের আলী নামে ২ এবিভিপির সমর্থক পড়ুয়া হামলা চালায় স্বপ্ননীলের ওপর। আক্রান্তকে হাসপাতালে নিয়ে গেলে হামলাকারীরা সেখানেও চড়াও হয় বলে অভিযোগ। নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারধরের ঘটনায় এবিভিপিকে দায়ী করেছে এসএফআই। যদিও আক্রমণের কথা অস্বীকার করেছে এবিভিপি। অন্যদিকে অভিযুক্ত অচিন্ত্য বাগদী ও সাবের আলী নিজেদের টিএমসিপি সমর্থক বলে দাবি করেছেন। অচিন্ত্যের অভিযোগ, শান্তিনিকেতন পূর্ব পল্লি সিনিয়র বয়েজ হস্টেলে বহিরাগতদের রাখার চেষ্টা করা হচ্ছিল। বাধা দিতে গেলে কয়েকজন ছাত্রকে মারধর করে এসএফআই। এর পরই অন্য পড়ুয়ারা এসএফআই  সমর্থকদের উপর চড়াও হয় বলে দাবি অচিন্ত্যের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram