সুস্থতার পথে অপু, বাইপ্যাপ খুলে এনআরবিএম মাস্ক সাপোর্টে সৌমিত্র চট্টোপাধ্যায়
Continues below advertisement
আগের থেকে আরও ভাল আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, রাতে ভাল ঘুমিয়েছেন। তাঁর অস্থিরতা আরও কমেছে। রাতে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হলেও, সকালে সেটি খুলে নেওয়া হয়। এই মুহূর্তে এনআরবিএম মাস্ক সাপোর্টে রয়েছেন। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা যথাযথ। চলছে মিউজিক থেরাপি। মূলত রবীন্দ্রসঙ্গীত ও পছন্দের গান শোনানো হচ্ছে বর্ষীয়ান অভিনেতাকে। তাতে সমস্যা অনেকটাই কমেছে। এনসেফেলোপ্যাথি নিয়ন্ত্রণ করতে দুটি নতুন ওষুধ চালু করা হয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও চালু করা হয়েছে নতুন কোর্স। খবর বেলভিউ হাসপাতাল সূত্রে।
Continues below advertisement