শিরোনাম : স্কুল-কলেজ বন্ধ থাকলেও পুজোয় অনুমতি কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের, আজ ফের শুনানি
Continues below advertisement
অনুদান কি শুধু দুর্গাপুজোতেই? ইদে দেওয়া হয়েছিল? ইচ্ছামত টাকা দেওয়া যায়? এটা কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত? রাজ্যের পুজো অনুদানে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। আজ ফের শুনানি। করোনা আবহে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। পুজোয় কীভাবে অনুমতি। সব কাজ পুলিশ করলে ক্লাবকে টাকা কেন? রাজ্যকে প্রশ্ন আদালতের। বিচারাধীন বিষয় মন্তব্য নয়, প্রতিক্রিয়া পার্থর। নাকতলা উদয়ন থেকে মহম্মদ আলি পার্ক, করোনা আবহে বড় পুজো মণ্ডপের ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনের। সংক্রমণ শঙ্কায় চিকিৎসকদের বাইরে না যেতে আবেদন স্বাস্থ্য কমিশনের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি। আর আসেনি জ্বর। স্নায়ু সমস্যা এবং অস্থিরতা কাটাতে দেওয়া হচ্ছে মিউজিক থেরাপি, বেল ভিউ সূত্রে খবর।
Continues below advertisement
Tags :
Partha Chatterjee ABP Live Club Soumitra Chatterjee Government High Court Abp Ananda Durga Puja