করোনা আবহে রাজ্যের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীর ঘোষিত কমিটি নিয়ে প্রশ্ন তুলে চিঠি স্বপন দাশগুপ্তর

Continues below advertisement
করোনা আবহে রাজ্যের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীর ঘোষিত কমিটি নিয়ে প্রশ্ন তুলে চিঠি বিজেপি সাংসদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা ওই চিঠিতে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত লিখেছেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মাসখানেক আগে আপনি গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড গঠনের কথা ঘোষণা করেন। বিভিন্ন সংবাদপত্রে এনিয়ে পাতাজোড়া রঙিন বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। ডিজিটাল মিডিয়াতেও এনিয়ে প্রচার চালানো হয়। এই কঠিন সময়ে রীতিমতো টাকা খরচ করে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সরকারিভাবে সাংবাদিক বৈঠক করে এই বোর্ড গঠনের ঘোষণা করেছিলেন। আপনি মনে হয়, ওই বোর্ড গঠনের কথা বিস্মৃত হয়েছেন। তাই স্মরণ করিয়ে দিতে চাই। এখন পর্যন্ত ওই বোর্ডের কোনও বৈঠক হয়েছে? কোনও ভিডিও কনফারেন্স? সাধারণ মানুষ জানতে পারলে খুশি হবেন, যে এই বোর্ডের কোনও বৈঠক হয়েছে। বৈঠক হয়ে থাকলে, সেখানে কী আলোচনা হয়েছে, কোনও প্রস্তাব দেওয়া হয়েছে কিনা, তা জানানো হোক।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram