Syllabus: 'কোনও বিষয় বাদ দেওয়ার নেপথ্যে কোনও যুক্তি বা তাৎপর্য নেই', সিলেবাস কাটছাঁট প্রসঙ্গে WBCHSE সভাপতি | Bangla News

Continues below advertisement

রাজ্যের সিলেবাস থেকে বাদ 'বিবেকানন্দ'। বাদ বিবেকানন্দের প্রবন্ধ থেকে নজরুলের কবিতা। ইতিহাসের সিলেবাসে বাদ 'ধর্ম'। করোনা আবহে পাঠ্যক্রমে কাটছাঁট। ২০২২ সালের একাদশের বার্ষিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে কাটছাঁট। বাদ গেল ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। প্রকাশ্যে বাদ হওয়া পাঠ্যসূচির তালিকা। ২০২২ সালের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। বিশেষজ্ঞদের মতামত নিয়েই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। এপ্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "সিলেবাস থেকে কিছু তো বাদ হবেই। কোনও বিষয় বাদ দেওয়ার পিছনে কোনও যুক্তি বা তাৎপর্য নেই।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram