১৩ ধাপ নেমে বিশ্বভারতীর স্থান ৫০ নম্বরে! ক্রমাবনতির জন্য খোলা চিঠিতে অধ্যাপক, কর্মী ও পড়ুয়াদের একাংশকে দুষলেন উপাচার্য, শুরু বিতর্ক
Continues below advertisement
বিশ্বভারতীর ক্রমাবনতির জন্য অধ্যাপক ও কর্মীদের একাংশকে দুষলেন উপাচার্য। খোলা চিঠিতে আঙুল তুললেন ছাত্র আন্দোলনের দিকেও। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অধ্যাপকদের একাংশ এই নিয়ে পাল্টা সরব। মুখ খুলেছেন ছাত্ররাও। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্রমাবনতির জন্য অধ্যাপক ও কর্মীদের একাংশকে দায়ী করলেন উপাচার্য। খোলা চিঠিতে আঙুল তুললেন ছাত্র আন্দোলনের দিকেও। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অধ্যাপকদের একাংশ এই নিয়ে পাল্টা সরব। মুখ খুলেছে ছাত্ররাও। সম্প্রতি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ কমে ৫০ নম্বরে স্থান পায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
Continues below advertisement
Tags :
Of Visva Bharati University Ministry Of HRD VC Blamed Professors ABP News Live Bengali ABP Ananda LIVE Vice Chancellor Abp Ananda Birbhum