গঙ্গারামপুরে গ্রামের রাস্তা তৈরি করা নিয়ে তৃণমূল-বিজেপি বিরোধ, দুই মহিলাকে মারধরের অভিযোগ
Continues below advertisement
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে গ্রামের রাস্তা তৈরি করা নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সঙ্গে বিজেপির মহিলা কর্মীর পরিবারের বিবাদের জের। দুই মহিলাকে মারধরের অভিযোগ। গঙ্গারামপুর থানায় তৃণমূল উপ প্রধান সহ চার সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের। স্থানীয় সূত্রে পাওয়া ঘটনার ভিডিও ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল। ফুটেজের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। স্থানীয় সূত্রে খবর, পারিবারিক জমির ওপর দিয়ে রাস্তা করা নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সঙ্গে বিজেপির মহিলা কর্মীর পরিবারের বিবাদ চলছিল। শুক্রবার তা চরম আকার নেয়। বিজেপি কর্মী ও তাঁর বোনকে মারধর করা হয় বলে অভিযোগ। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ, ওই মহিলা বিজেপির সঙ্গে যুক্ত থাকায় হামলা চালিয়েছে তৃণমূল। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের স্থানীয় উপ প্রধান অমল সরকারের। তাঁর প্রতিক্রিয়া না মিললেও, জেলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
Continues below advertisement