বাগনানে হত্যা তৃণমূলের নেতাকে, দেহ আটকে বিক্ষোভ জনতার, ‘গোষ্ঠীদ্বন্দ্ব’, দাবি পরিবারের
Continues below advertisement
হাওড়ার বাগনানের বাইনান কড়িয়া গ্রামে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ। দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন বলে দাবি পরিবারের। মৃতদেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ। পথ অবরোধ। অভিযোগ, আজ সকালে তৃণমূল নেতা শেখ আসাদুল রহমানের মোবাইলে ফোন ডেকে পাঠানো হয়। ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান বছর বাহান্নর প্রৌঢ়। এরপর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কড়িয়া সেতুর কাছে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মাথায় গভীর ক্ষত থাকায়, গুলি করে খুন বলে অভিযোগ। পরিবারের দাবি, গত দশবছর ধরে বাইনান অঞ্চলে দলের সভাপতি ছিলেন আসাদুল। অভিযোগ, দুর্নীতির প্রতিবাদ করায়, মাসতিনেক আগে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপরও ওই তৃণমূল নেতা সরব ছিলেন বলে দাবি পরিবারের। অভিযোগ, তার জেরেই দলের বিরুদ্ধ গোষ্ঠী তৃণমূল নেতাকে খুন করে।
দেহ মেলার পর, পুলিশ কুকুর এনে তদন্তের দাবিতে পথ অবরোধ শুরু হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘণ্টা আড়াই পর অবরোধ ওঠে। গুলি করে খুন কিনা, খতিয়ে দেখছে বাগনান থানার পুলিশ।
দেহ মেলার পর, পুলিশ কুকুর এনে তদন্তের দাবিতে পথ অবরোধ শুরু হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘণ্টা আড়াই পর অবরোধ ওঠে। গুলি করে খুন কিনা, খতিয়ে দেখছে বাগনান থানার পুলিশ।
Continues below advertisement