চিনা অ্যাপে নিষেধাজ্ঞা: 'প্রধানমন্ত্রীর এই ভণ্ডামি হাস্যকর', ট্যুইটে মোদিকে আক্রমণ অভিষেকের
Continues below advertisement
চিনা অ্যাপে নিষেধাজ্ঞা নিয়ে মোদিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট। প্রধানমন্ত্রীর বক্তব্য শেয়ার করে তৃণমূল সাংসদ লেখেন, কিছুদিন আগে মোদিজিকে দেখা গিয়েছিল চিনা অ্যাপে ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানাতে। চিনকে উপযুক্ত জবাব দেওয়ার নাম করে এখন সেই অ্যাপেই নিষেধাজ্ঞা জারি করেছেন, অথচ চিনা অনুপ্রবেশের কথা তিনি স্বীকার করতে চাননি। প্রধানমন্ত্রীর এই ভণ্ডামি রীতিমতো হাস্যকর।
Continues below advertisement
Tags :
Chinese App Banned ABP News Live Bengali ABP Ananda LIVE Abp Ananda Ladakh Narendra Modi BJP TMC Abhishek Banerjee