ABP News

TMC: 'মিথ্যুক, মিথ্যাবাদী রাজ্যপাল', রাজ্যসভায় তৃণমূলের ওয়াকআউট প্রসঙ্গে সুখেন্দু শেখর রায়। Bangla News

Continues below advertisement

রাজ্যসভায় উঠল বাংলার রাজ্য ও রাজ্যপাল সংঘাত প্রসঙ্গ। তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ । অভিযোগে সরব ডিএমকে, সমর্থন তৃণমূলের। ‘পশ্চিমবঙ্গের রাজ্যপালও অনেক বিল আটকে রেখেছেন’, এই অভিযোগে সরব হন তৃণমূল সাংসদরা। আলোচনার দাবি না মানায় ডিএমকে-র সঙ্গে ওয়াক আউট তৃণমূলের। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, 'আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি। অনেক প্রস্তাব, নিয়োগ সংক্রান্ত ফাইল, হাওড়া-বালি বিল সংক্রান্ত ফাইল আটকে রেখেছেন। বাইরে মিথ্যা কথা বলছেন, ওনার কাছে কিছু নেই। মিথ্যুক, মিথ্যাবাদী রাজ্যপাল। রাজ্যপাল কতটা নীচে নামতে পারে, এটা ভারতে কেউ কখনো দেখেনি। তাই আমরা আজ প্রতিবাদ করেছি।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram