Bengal Top Stories: শপথের পর মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা মোদির, সহযোগিতা চেয়ে ধন্যবাদজ্ঞাপন মমতার
করোনা মোকাবিলায় আজ থেকে দু'সপ্তাহ বন্ধ লোকাল ট্রেন (Local Train)। রাস্তায় সরকারি বাসের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে মেট্রোর সংখ্যা। বিমানযাত্রীদের আরটিপিসিআর (RTPCR) রিপোর্ট নেগেটিভ বাধ্যতামূলক। না থাকলে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে।
আজ থেকে বাজার খোলা সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৫টা থেকে ৭টা। তবে অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকান খোলা থাকবে সারাদিন। গয়নার দোকান খোলা দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত।
আজ থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক, বেসরকারি সংস্থাকেও ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজের নির্দেশ।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত বেড়ে ১৮ হাজার পার, ১০৩ জনের মৃত্যু। সুস্থতার হার ৮৫.৪১ শতাংশ। মহারাষ্ট্রে রেকর্ড। করোনায় একদিনে ৯২০ জনের মৃত্যু। অন্ধ্রপ্রদেশে মিলল মারণ ভাইরাসের নতুন স্ট্রেন। অক্সিজেন, ভ্যাকসিনের সঙ্কট মেটাতে ব্যাঙ্কে ৫০ হাজার কোটি টাকার ঋণ আরবিআইয়ের।
শপথের পর মুখ্যমন্ত্রী শুভেচ্ছা প্রধানমন্ত্রীর (Narendra Modi)। সহযোগিতা চেয়ে জয়ের শুভেচ্ছার পাল্টা ধন্যবাদ মমতার। রাজভবনে না গিয়ে হামলার অভিযোগে পাল্টা শপথ বিজেপির (BJP)। গরহাজির সৌরভ, বুদ্ধ। গেলেন শুধু প্রদীপ (Pradip Bhattacharya)। শপথ নিয়ে রাজভবন থেকে নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী। অভিষেক, পিকের সঙ্গে আলাদা করে কথা রাজ্যপালের (Jagdeep Dhankar)।