WB School Reopening: 'ভাল খবর, বাড়িতে অনেক শিশুর নানা মানসিক সমস্যা হচ্ছিল', স্কুল খোলা নিয়ে জয়দেব রায়|Bangla News

Continues below advertisement

বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। ২ বছর পরে সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যে খুলছে স্কুল। করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ রাজ্য সরকারের। বুধবার থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও খোলার নির্দেশ সরকারের। কীভাবে বিধিনিষেধ মেনে ক্লাস শুরু, নির্দেশিকা দেবে স্বাস্থ্য দফতর। আপাতত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে করোনার বিধিনিষেধ।
প্রায় ২ বছর পরে রাজ্য খুলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। করোনার জন্য ২০২০ থেকে রাজ্যে বন্ধ প্রাথমিক,  উচ্চ প্রাথমিক স্কুল। ১১টার বদলে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল কড়াকড়ি।

এ বিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বলেন, "বাচ্চাদের পক্ষে খুব ভালো খবর। এমনকি মা বাবার ক্ষেত্রেও ভাল খবর। বাড়িতে থাকতে থাকতে অনেক বাচ্চাদের বিভিন্ন সাইকোলজিকাল রিঅ্যাকশন হচ্ছিল। স্কুল যদি খুলে যায় তাহলে বন্ধুবান্ধবদের যদি বাচ্চারা পেয়ে যায় তাহলে এটা তাদের পক্ষে খুবই শুভ হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram