Governor vs State: অধিবেশনের সময়-বিভ্রাট ! অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠালেন রাজ্যপাল।Bangla News

Continues below advertisement

বাজেট অধিবেশন ডাকতে মন্ত্রিসভার সুপারিশে টাইপগত যে ভুল হয়েছে, তা নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল। আজ সেইকারণে অ্যাডভোকেট জেনারেলকে রাজভবনে আসতে বলেছেন জগদীপ ধনকড়। রাজ্যপাল নিজেই ট্যুইটারে এ কথা জানিয়েছেন।  গতকাল এই নিয়ে বিভ্রান্তি হয়। রাজ্যপাল ট্যুইট করে জানান, মন্ত্রিসভার সুপারিশমতো তিনি ৭ মার্চ রাত ২টোয় বাজেট অধিবেশন ডেকেছেন। পরে মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে জানান, টাইপগত ভুলেই এমনটা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram