জঙ্গলমহলে মাও-সন্ত্রাসে নিখোঁজদের চাকরি-ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর, 'জমি হারিয়ে খয়রাতি', খোঁচা দিলীপের

Continues below advertisement
জঙ্গলমহলে মাওবাদী সন্ত্রাসের জেরে অনেকেই নিখোঁজ। যাঁদের ১০ বছর হয়ে গিয়েছে, অথচ খবর পাওয়া যায়নি এমন পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। নিখোঁজ সদস্যের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং পরিবার একজন স্পেশাল হোম গার্ডে চাকরি দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


জঙ্গলমহলে ১০ বছরের বেশি সময় আগে যাঁরা অপহৃত হয়েছেন, তাঁদের পরিবারের একজনকে চাকরি এবং ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণাকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "তৃণমূল ওখানে পঞ্চায়েত, লোকসভা আসন হারিয়েছে। তাই তিনি ওখানে দান-খয়রাতি করছেন। গরিব মানুষ অনেক আশা করে ওনাকে ভোট দিয়েছিলেন। ১০ বছরে কোনও উন্নতি হয়নি। এখনও লাল ধুলো আর লাল রাস্তা। তাই এখন সান্ত্বনা দিতে যাচ্ছেন, লোককে ঘুষ দিতে যাচ্ছেন। মানুষ এত বোকা নয়। "
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram