দিল্লির বঙ্গভবনের ধাঁচে চেন্নাইয়ে সরকারি অতিথি নিবাস তৈরি করছে রাজ্য সরকার, নাম হবে 'বাংলা ভবন'
Continues below advertisement
দিল্লির বঙ্গভবনের ধাঁচে এবার চেন্নাইয়ে সরকারি অতিথি নিবাস তৈরি করছে রাজ্য সরকার। নাম রাখা হচ্ছে বাংলা ভবন। বারো কাঠা জমিতে ৬ তলার ভবন তৈরি হবে। ২ বছরের মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আজ এই নিয়ে টেন্ডার ডাকে পূর্ত দফতর। কলকাতা থেকে সরকারি আধিকারিকদের কাজে যেতে হয় তামিলনাড়ুর রাজধানীতে। সাধারণ মানুষকেও চিকিৎসার জন্য চেন্নাইয়ে যেতে হয়। তাদের সুবিধার জন্য এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে খবর।
Continues below advertisement