BJP: লখিমপুরে কৃষক হত্যাকাণ্ড ঘিরে বঙ্গ বিজেপিতে মতবিরোধ প্রকাশ্যে | Bangla News
লখিমপুরে কৃষক হত্যাকাণ্ড ঘিরে বঙ্গ বিজেপিতে মতবিরোধ প্রকাশ্যে। "একটা দুর্ঘটনা ঘটেছে! সামলানোর ক্ষমতা আছে যোগী প্রশাসনের।" বিরোধী নেতা-নেত্রীদের লখিমপুর যেতে না দেওয়া প্রসঙ্গে এই মন্তব্যই করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। "যদি মানুষকে পিষে মারা সমর্থন করেন, তা হলে কিছু বলার নেই!" দিলীপের পাল্টা সমালোচনা করেছেন সব্যসাচী দত্ত। উত্তরপ্রদেশের বিজেপির সরকারের পদক্ষেপ নিয়ে বঙ্গ বিজেপির দুই নেতার মতবিরোধ প্রকাশ্যে। দিলীপ ঘোষের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেওয়ার পরে সব্যসাচী দত্তর (Sabyasachi Dutta) রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, আগামী দিনে কি বড় কোনও চমক দিতে পারেন সব্যসাচী? শিবির বদল করতে পারেন তিনি? ২মে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সব্যসাচী দত্তকে সেভাবে সক্রিয়ভাবে বিজেপির হয়ে ময়দানে নামতে দেখা যায়নি। বঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের হ্যাটট্রিকের পরে উত্তর ও দক্ষিণবঙ্গে বিজেপিতে (BJP) ভাঙন শুরু হয়েছে। এক এক করে বিজেপি বিধায়ক ও সাংসদ যোগ দিয়েছেন তৃণমূলে (TMC)। এবার লখিমপুরকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে সরাসরি দলের সর্বভারতীয় সহ সভাপতির বক্তব্যের সমালোচনা করা সব্যসাচী দত্তকে নিয়ে জল্পনার স্রোত বইতে শুরু করেছে।