একশো দিনের কাজে দেশের সেরা জেলা বাঁকুড়ায় শ্রমিকরা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ, কেন্দ্রকে নিশানা পঞ্চায়েত প্রতিমন্ত্রীর

Continues below advertisement
গত বছর একশো দিনের কাজে দেশের মধ্যে সেরা হয়েছে বাঁকুড়া জেলা। সেই বাঁকুড়াতেই এবার একশো দিনের প্রকল্পে শ্রমিকরা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। মঙ্গলবার বাঁকুড়ার পুরন্দরপুর পঞ্চায়েতে সারপ্রাইজ ভিজিট করেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। পুর পরিষেবা নিয়ে আধিকারিক ও পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সেখানেই মন্ত্রীর কাছে একশো দিনের কর্মীদের টাকা না পাওয়ার বিষয়টি জানান পঞ্চায়েত প্রধান। দ্রুত টাকা দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী। নিশানা করেছেন কেন্দ্রকে। তাঁর বক্তব্য, ‘আমি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। দ্রুত সমস্যা মিটে যাবে। কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করছে, তাই এই সমস্যা। কেন্দ্রের গাফিলতির জন্য সাফার করতে হচ্ছে।’ পঞ্চায়েতের পাশাপাশি, কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী।
এই নিয়ে মন্ত্রীকে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্র বলেছেন, ‘সামনেই পুরভোট। তারপরেই বিধানসভা ভোট। এখন ওদের পায়ের তলার মাটি সরে গেছে, সেই কারণেই মন্ত্রীকে ভিজিট করতে হচ্ছে। কেন্দ্র টাকা দিচ্ছে বলেই তো একশো দিনের কাজে প্রথম হতে পেরেছিল বাঁকুড়া। ভাগ বাঁটোয়ারা করতে দেবি হচ্ছে, দায় চাপাচ্ছে কেন্দ্রের উপর।’
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram