Zycov D Vaccine: রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন জাইকভ-ডি-র ৩ লক্ষ ডোজ। Bangla News

Continues below advertisement

এবার রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন জাইকভ-ডি। কেন্দ্রের তরফ থেকে জানানো হল রাজ্যকে। ৭টি রাজ্যকে পাঠানো হচ্ছে জাইকভ-ডি ভ্যাকসিন। পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে ৩ লক্ষ ডোজ। ১২ থেকে ১৮ বছর বয়সীদের এই ভ্যাকসিন দিতে অনুমতি দিয়েছে কেন্দ্র। ‘এখনই ১২ থেকে ১৮ বছর বয়সীদের জাইকভ-ডি ভ্যাকসিন নয়। আপাতত প্রাপ্তবয়স্কদের দেওয়া হবে জাইকভ-ডি’ স্বাস্থ্যভবন সূত্রে খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram