BJP: সিঙ্গুরে কৃষকরা বঞ্চিত: শমীক ভট্টাচার্য, ১৪,১৫, ১৬ ডিসেম্বর অবস্থান বিক্ষোভের ঘোষণা | Bangla News

Continues below advertisement

অবাধ চোরাকারবার চলছে রাজ্য়ে। ডিজেলের উপর থেকে ভ্য়াট প্রত্যাহার না করে কৃষকদের সমস্যার মধ্য়ে ফেলে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে কৃষকদের এমএসপি (MSP) না দিয়ে পুরো ব্য়বস্থাটাই দালাল, ফোরে, মধ্যসত্ত্বভোগীর হাতে  পৌঁছে দেওয়া হচ্ছে। এই অবস্থা থেকে রাজ্য়ের কৃষকদের যে কোনও অবস্থায় আমাদের বার করে নিয়ে আসতে হবে। সারা রাজ্য জুড়ে বিজেপির কৃষক শাখা আন্দোলনে নামছে। ১৪,১৫, ১৬ তারিখ সিঙ্গুরে অবস্থান, ধর্নায় বসছেন কৃষকরা। রাজ্য দাবি না মানলে ধর্না অবস্থান চলবে। সিঙ্গুরে (Singur) কৃষকরা বঞ্চিত। রাজ্য়ে বিভাজনের রাজনীতি করছে সরকার। এরাজ্য়ের কৃষকরা প্রধানমন্তরী কৃষক সম্মান নিধির টাকা পাননি।" আজ সাংবাদিক বৈঠক করে বলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhttacharya)।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram