নায়িকাদের মুম্বইয়ে নাচা উচিত, দীপিকার নাম না করে আক্রমণ মধ্যপ্রদেশের বিজেপি নেতার, কটাক্ষ কেন্দ্রীয় জলশক্তি দফতরের মন্ত্রীরও
Continues below advertisement
জেএনইউতে দীপিকা পাডুকোনের যাওয়া নিয়ে বিজেপির আক্রমণ অব্যাহত। দীপিকার নাম না করে কেন্দ্রীয় জলশক্তি দফতরের মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের তোপ, অভিনেতাদের একাংশ এবং রাজনীতিবিদরা যাঁদের পাশে দাঁড়াচ্ছেন, তাঁরা সন্ত্রাসবাদের সমর্থক। এক ধাপ এগিয়ে মধ্যপ্রদেশের বিজেপি নেতা গোপাল ভার্গভের আক্রমণ, নায়িকাদের মুম্বইয়ে নাচা উচিত। তাঁদের জেএনইউতে যাওয়ার কী প্রয়োজন? যদি রাজনীতি করার ইচ্ছে হয়, তাহলে ভোটে দাঁড়ানো উচিত
Continues below advertisement