BJP News: গড়িয়াহাটে বিজেপির মিছিল শুরুর আগেই আটকাল পুলিশ
ABP Ananda LIVE: কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভে তুলকালাম। গড়িয়াহাটে বিজেপির মিছিল শুরুর আগেই আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙল ব্যারিকেড । গণতন্ত্রের কণ্ঠরোধ, আক্রমণ সুকান্ত মজুমদারের । বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে পুলিশের বচসা । হিটলারের মতো আচরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, আক্রমণ সুকান্ত মজুমদারের।
নির্যাতনের ভিডিও মিলল ধৃত একজনের মোবাইল থেকে, পুলিশ সূত্রে খবর
ল'কলেজে 'গণধর্ষণ', মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর । ধৃত একজনের মোবাইলে মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর । নির্যাতনের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ কলেজ ছাত্রীর । ল'কলেজে 'গণধর্ষণ', সাড়ে ৭ ঘণ্টার CCTV ফুটেজ উদ্ধার । ঘটনার দিন দুপুর ৩.৩০ থেকে রাত ১০.৫০ পর্যন্ত CCTV ফুটেজ উদ্ধার । অভিযোগকারিণীর বক্তব্যের সঙ্গে ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ।
Tags :
Crime News Kasba Incident TMC News ABP News Live .BJP News KOLKATA NEWS Kasba News Kolkata Gang Rape Kolkata Rape News Kolkata Gang Rape News Kolkata Kasba Case Kolkata Law Student Rape Kolkata Law College Rape Case Kolkata Kasba College Case Kolkata Law Student News Kolkata Crime Kolkata Crime News