শেয়ারবাজারে ১৫ মিনিটে লোকসান ১৪ লক্ষ কোটির! কেন এই পরিস্থিতি, ব্যাখ্যা দিলেন অর্থনীতিবিদ অর্ঘ্য মিত্র
Continues below advertisement
শেয়ার বাজারে ব্ল্যাক ফ্রাইডে। ধস রুখতে এক ঘণ্টার জন্য বন্ধ ভারতের শেয়ার বাজার। করোনা-আতঙ্কের জেরে আজ বাজার খুলতেই ৩ হাজার পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। ৯০০ পয়েন্ট নেমে যায় নিফটি-ও। আজ বাজার খোলার ১৫ মিনিটের মধ্যে ১৪ লক্ষ কোটি টাকা লোকসান হয়। গতকাল সারাদিনে লোকসানের পরিমাণ ছিল ১১ লক্ষ কোটি টাকা। এরপরই তড়িঘড়ি একঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয় বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ধস নেমেছে বিশ্ব বাজারেও। টোকিও, আমেরিকা ও ব্রাজিলের শেয়ার বাজারও নিম্নমুখী। পড়েছে টাকার দাম। ডলারের নিরিখে ১৬ পয়সা কমে আজ টাকার দাম দাঁড়িয়েছে ৭৪ টাকা ৪৪ পয়সা।
Continues below advertisement