Booster Dose: 'এবার টিকার ককটেল নয়, বুস্টার ডোজ হতে হবে একই সংস্থার', জানালেন ICMR-এর ডিজি| Bangla News

Continues below advertisement

টিকার ককটেল নয়, বুস্টার ডোজ হতে হবে একই সংস্থার। আগে কোভ্যাক্সিন নেওয়া হলে, বুস্টার ডোজও নিতে হবে কোভ্যাক্সিন। কোভিশিল্ড নিয়ে থাকলে, বুস্টার ডোজও হবে কোভিশিল্ড। জানালেন আইসিএমআরের (ICMR) ডিজি বলরাম ভার্গভ।

রাজ্যে সরকারি হাসপাতালে কোভিড বেডের সংখ্যা কমেছিল, ভেন্টিলেটরের সংখ্যাা কমেছিল। সেফ হোম ছিল না। কোয়ারেন্টিন সেন্টার ছিল না। সেই অবস্থায় রাজ্য সরকারেরই কয়েকজন আধিকারিক, যাদের মুখ্যমন্ত্রীর পাশে বিভিন্ন সময় দেখা যায়, এ ধরনের কিছু চিকিৎসক সংবাদ মাধ্যমে বলছিলেন তৃতীয় ঢেউ আসছে, আমাদের সচেতন হতে হবে। সামাজিক দুরত্ব বাড়াতে হবে। কোভিড বিধি মেনে চলতে হবে। কিন্তু রাজ্য সরকার কোনও উপদেশ গ্রহন করেনি। করোনা প্রসঙ্গে বললেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

'এই করোনা (COVID 19) সেই করোনা নয়, ডবল ভ্যাকসিন আছে বলেই উপসর্গ কম, বেশিরভাগ মানুষেই উপসর্গহীন। লড়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে, মাস্ক পরতে হবে, সাবধানে থাকতে হবে,' বললেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram