Bratya Basu: 'চলচ্চিত্র নিয়ে BJP রাজনীতি করলে ব্রাত্যর ছবিটা অতদূর পৌঁছত না', দাবি শমীকের| Bangla News

Continues below advertisement

গোয়া চলচ্চিত্র উৎসবে 'নাম বিভ্রাটে' ব্রাত্য বসুর (Bratya Basu) সিনেমা বাদ। ব্রাত্য বসু পরিচালিত 'ডিকশনারি' সিনেমা বাদ ঘিরে বিতর্ক। ইমেলে নামের ভুল বানানের কারণ দেখিয়ে সিনেমা বাদ। 'ডিকশনারি' নয়, প্রযোজককে অন্য সিনেমা পাঠাতে বলা হয়। ওয়েবসাইটে নামের বানান ঠিক ছিল, রাজনৈতিক কারণে সিনেমা বাদ। সিনেমা নির্বাচনের পর সম্ভবত রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে পারে। "দিল্লি কর্তাদের কথাতেই বাদ পড়েছে আমার সিনেমা।" অভিযোগ শিক্ষামন্ত্রী ও 'ডিকশনারি' সিনেমার পরিচালক ব্রাত্য বসুর।

এই নিয়ে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "উনি একজন নাট্যকার, অভিনেতা। এই ব্যাপারে অন্তত ব্রাত্যর কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। কোথাও কোনও ত্রুটি থাকতে পারে। সেটা ভিন্ন বিষয়। বিজেপি চলচ্চিত্র নিয়ে রাজনীতি করলে ব্রাত্যর ছবিটা অতদূর পর্যন্ত পৌঁছতে পারত না। আসলে ব্রাত্য যে রাজনৈতিক দলে আছেন সেখানে এমন ঘটনা কিছু ঘটে চলেছে গত ১০ বছর যাবৎ যেখানে বহু পরিচালককে আক্রমণের শিকার হতে হয়েছে। বিজেপি এই ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram