Bratya Basu On Mamata: মমতার দয়ায় অর্জুন সিং MLA হয়েছিলেন, তাহলে গুজরাত থেকে কোনও অর্জুন বন্দ্যোপাধ্যায় হয় না কেন? প্রশ্ন ছুড়লেন ব্রাত্য

Continues below advertisement

বিধানসভা ভোটে বিজেপিকে টেক্কা দিতে কি বাঙালি আবেগকে হাতিয়ার করছে তৃণমূল? সেজন্যই কি বাঙালি-আবাঙালি তত্ত্ব জোরাল করে, বিজেপির গায়ে বহিরাগত তকমা সাঁটার চেষ্টা করছে তারা? শুক্রবার তৃণমূলের সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু যেভাবে বিজেপিকে নিশানা করেছেন, তা দেখে এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। একুশের বিধানসভা ভোটে বিজেপির রণকৌশল তৈরির মূল দায়িত্ব যে পাঁচজনকে দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে কেউই এরাজ্যের নন।
মেদিনীপুর জোনের দায়িত্বে মহারাষ্ট্রের সুনীল দেওধর। রাঢ়বঙ্গ জোনের দায়িত্বে উত্তরপ্রদেশের বিনোদ সোনকর। 
কলকাতা জোনে দিল্লির দুষ্মন্ত গৌতম। নবদ্বীপ জোনে মহারাষ্ট্রের বিনোদ তাওড়ে। এবং উত্তরবঙ্গের জেলাগুলির দায়িত্বে উত্তরপ্রদেশের হরিশ দ্বিবেদী। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram