Brazil Plane crash: ফের বিমান দুর্ঘটনা, এবার ব্রাজিলে ভেঙে পড়ল যাত্রী বিমান | ABP Ananda Live
ABP Ananda Live: ব্রাজিলে ভেঙে পড়ল যাত্রী বিমান। ভেঙে পড়ার সময় বিমানের চাঞ্চল্যকর ছবি প্রকাশ্যে। ৬১ জনকে নিয়ে ভেঙে সাও পাওলোতে ভেঙে পড়েছে বিমান। ভেঙে পড়া বিমানে কেউ বেঁচে নেই বলে জানিয়েছে উড়ান সংস্থা। সাও পাওলো থেকে ৮০ কিমি উত্তর-পশ্চিমে ভিনহেডোতে ভেঙে পড়ে ওই বিমান। ভোয়েপাস সংস্থার ভেঙে পড়া ওই বিমানের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। বিমান ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
আরও খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর চোখে দুনিয়া দেখবেন দুজন। সেই বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন উদ্যোগী হয়েছিলেন রাজ্যে শিল্পায়নের জোয়ার আনতে। দু-চোখে ছিল সেই স্বপ্ন।মরণোত্তর চক্ষুদান করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজি সূত্রে দাবি,প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুটি কর্নিয়া সফলভাবে দু'জনের চোখে প্রতিস্থাপিত হয়েছে। চোখে অস্ত্রোপচারের পর দুই গ্রহীতার শারীরিক অবস্থা এখন সন্তোষজনক। মুখ্যমন্ত্রী থাকাকালীন চোখের সমস্যার কারণে একাধিকবার এই রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজিতে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রেটিনার সমস্যা থাকলেও, বুদ্ধদেব ভট্টাচার্যর কর্নিয়া ঠিক ছিল। ছানি অপারেশন না করানোয় কর্নিয়ার গুণগত মান ভাল ছিল। চোখে অস্ত্রোপচারের পর ২ গ্রহীতার শারীরিক অবস্থা সন্তোষজনক বলে রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজি সূত্রে খবর।