ব্রিটেনে শুরু হল করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ
Continues below advertisement
চ্যাডক্স-১। ব্রিটেনে ইতিমধ্যেই শুরু হয়েছে এই করোনা ভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান সারা গিলবার্টের দাবি, এই ভ্যাক্সিন মানবদেহে করোনা প্রতিরোধের ক্ষমতা তৈরি করতে পারবে। প্রসঙ্গত, এর আগে ভ্যাক্সিন তৈরির দাবি করেছে আমেরিকা ও চিনও। তবে সফল হলেও, হিউম্যান ট্রায়াল, পেটেন্টিং, টক্সিসিটি টেস্ট ইত্যাদি প্রক্রিয়া শেষ করে, এই ভ্যাক্সিন ভারতে পৌঁছতে বেশ খানিকটা সময় লাগতে পারে।
Continues below advertisement
Tags :
On Process Sarah Chadox-1 Corona China USA Abp Ananda India Britain Oxford University Vaccine