BUDGET 2021 : করোনা-কালে ICU-তে চলে যাওয়া অর্থনীতির হাল ফেরাতে মোদি সরকারের বাজেটে খুশি কি আমআদমি?

Continues below advertisement

আয়কর কাঠামো বদলাল না । উল্টে দাম রোজকারের কাজে লাগে এমন বহু জিনিসের দাম বাড়ল। তবে দীর্ঘমেয়াদি সুফলের আশায় পরিকাঠামোক্ষেত্রে বিপুল বরাদ্দ করা হল। করোনা-আবহে স্বাস্থ্যক্ষেত্রেও বরাদ্দ বাড়ল ১৩৭ শতাংশ । করোনা-কালে ICU-তে চলে যাওয়া অর্থনীতির হাল ফেরাতে মোদি সরকার কী দাওয়াই দেয়, সেদিকে নজর ছিল গোটা দেশের। সোমবারের বাজেটে বহু ঘোষণাতেই মধ্যবিত্তের মুখে নামল আঁধার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram