Morning Headlines: ১২ তারিখ থেকে স্কুল খুলতে চায় রাজ্য, আপাতত ক্লাস হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ও সঙ্গে অন্য খবর
Continues below advertisement
১২ তারিখ থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের। কোভিড বিধি মেনে নবম থেকে দ্বাদশ ক্লাস চালুর ভাবনা। এখনই চালু হবে না প্রাথমিক বিভাগ। বাংলায় ভোট টানতে বিজেপির ৫ রথযাত্রা। ৬ তারিখ জে পি নাড্ডা, ১১ তারিখ অমিত শাহের (Amit Shah) হাত ধরে সূচনা। বিভেদের রাজনীতি করতেই বিজেপির রথ, আক্রমণ কুণালের (Kunal Ghosh)। নজরে চা বাগান। কেন্দ্রের বাজেট ঘোষণার পরদিনই আলিপুরদুয়ারে চা শ্রমিকদের জন্য প্রকল্প মমতার (Mamata Banerjee)। বললেন, প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি বিজেপি। মুখ্যমন্ত্রীর কথা কেউ শোনে না, কটাক্ষ শমীকের। একদিনে পার্থ, অন্যদিকে শোভন (Sovan Chatterjee)। বেহালায় জোড়া মিছিল। যুযুধান শাসক-বিরোধী। মানুষ রয়েছেন মমতার সঙ্গেই, বললেন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee)। উনি নিজেই হারবেন, খোঁচা শোভনের। লালার টাকা গেছে ব্যাঙ্ককের অ্যাকাউন্টে, বারুইপুরের সভায় কাগজ দেখিয়ে নিশানা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিশ্বাসঘাতকদের কথার গুরুত্ব নেই, পাল্টা সৌগত রায় (Saugata Roy)। ক্ষমতায় এলেই রাজ্যে বিশেষ প্যাকেজ। কথা দিয়েছেন অমিত শাহ, বারুইপুরের সভায় দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)। পুরোটাই ভাঁওতা, প্রতিক্রিয়া কুণাল ঘোষের। বহিরাগত ইস্যুতেও টক্কর। বিজেপি যোগের জল্পনা বাড়ালেন দিব্যেন্দু অধিকারী। কয়লাকাণ্ডের তদন্তে এবার খনি এলাকায় সিবিআই (CBI)। কীভাবে চলে বেআইনি কারবার? খোঁজ নিলেন গোয়েন্দারা।
Continues below advertisement
Tags :
Morning Headlines Rajib Banerjee Coal Smuggling Case Partha Chatterjee Behala CBI WB Polls 2021 With ABP Ananda Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda TMC WB Elections 2021 WB Election 2021 WB Elections BJP WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections JP Nadda Mamata Banerjee Amit Shah