Narendra Modi: 'প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ করার কোনও অধিকার গণতন্ত্রে নেই', বললেন প্রধানমন্ত্রী

Continues below advertisement

ABP Ananda LIVE: বাজেট অধিবেশন শুরুর আগেই বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রী। '১৪০ কোটি দেশবাসী যে সরকারকে সেবার সুযোগ দিয়েছে, তার কণ্ঠস্বর রুদ্ধ করবেন না'। 'প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ করার কোনও অধিকার গণতন্ত্রে নেই'। 'আর তার জন্য কোনও অনুশোচনাও নেই বিরোধীদের'। 'দেশবাসী বিরোধীদের দেশের জন্য পাঠিয়েছে, দলের জন্য পাঠায়নি'। 'দেশ নেতিবাচক রাজনীতি চায় না, উন্নতির বিচারধারা চায়'। বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী মোদির।

'এখন থেকে কোনও অভিযোগ যেন না আসে, অভিযোগ এলে ব্যবস্থা নেব'। বিধায়ক, সাংসদ, পুরসভা, পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি মমতার। 'অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না'। 'আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব, বাংলাই দেশের অস্তিত্ব রক্ষা করবে'। 'বাংলা ছাড়া দেশ চলতে পারে না'। 'আমার কাছে ১০ লক্ষ চাকরি তৈরি আছে'। 'বিজেপি-সিপিএম-কংগ্রেস আদালতে গিয়ে চাকরি আটকে দিচ্ছে'। 'কারও চাকরি যাবে না, আমরা সুপ্রিম কোর্টে লড়াই করছি'। 'এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না'। 'রক্ত থাকতে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তৃণমূল হাত মেলাবে না'। 'আমরা ভয় পাই না, লড়তে জানি'। 'বিজেপির সংখ্যাগরিষ্ঠ নেই, টাকা দিয়ে সরকার তৈরি করেছে'। 'দল কিনে নিয়েছে, অথচ মন্ত্রিত্বও দেয়নি'। 'সাম্প্রদায়িকতা, দুর্নীতির কাছে মাথানত করব না'। 'কেউ যেন আপনাদের লোভী বানাতে না পারে'। 'দুর্নীতির সঙ্গে আপোস নয়'। 'ভোটে জিতে মানুষকে পরিষেবা না দিলে কোনও সম্পর্ক নেই'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram