By election:'আরজি কর সাজানো ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চেয়েছিল', বিস্ফোরক TMC নেতা

Continues below advertisement

ABP Ananda Live: আরজিকর কাণ্ডের ১০০ দিন ইতিমধ্যেই পার হয়েছে। প্রতিবাদ মিছিলে মমতার সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বারবার বিরোধীরা। এদিকে আজ রাজ্যের ৬ কেন্দ্রেই তৃণমূলের জয়ের পর বিস্ফোরক মন্তব্য বাঁকুড়া  তৃণমূল নেতৃত্বের। শাসকনেতার দাবি, ঐতিহাসিক জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের যে অগাধ আস্থা, অগাধ বিশ্বাস, সেই আস্থা ও বিশ্বাসের জয়। আরজি করকে কেন্দ্র করে, যেভাবে সারা পশ্চিমবাংলায় সিপিএম এবং বিজেপি, পশ্চিমবাংলাকে ভারতবর্ষের বুকে কালিমালিপ্ত করতে চেয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চেয়েছিল, তার বিরুদ্ধে একটা ঐতিহাসিক মতদান পশ্চিমবাংলার মানুষের। তাঁরা বুঝিয়ে দিয়েছে, আরজি কর সাজানো ঘটনা, সঠিক মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাক্তিত্ব।'  

আরও খবর, উপনির্বাচনে বিপুল জয় তৃণমূলের। দলকে অভিনন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লিখলেন, 'জমিদারদের আখ্যান, সংবাদমাধ্যম এবং কলকাতা হাইকোর্টের একাংশ বাংলাকে যেভাবে বদনাম চেষ্টা ভেস্তে দিলেন মানুষ। মাদারিহাটের মানুষকে বিশেষ করে ধন্যবাদ, এই প্রথম বার আমাদের আপনাদের হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram