ভগিনী নিবেদিতার ১৫৪তম জন্মদিবসে ওয়েবিনার: উঠে এল মহীয়সীর জীবনের নানা অধ্যায়
Continues below advertisement
বৈদিক মন্ত্রোচারণ দিয়ে ভার্চুয়াল আলোচনার সূচনা। ভগিনী নিবেদিতার ১৫৪তম জন্মদিবসে ওয়েবিনারের আয়োজন। আলোচনায় উঠে আসে মার্গারেট নোবেলের সিস্টার নিবেদিতা হয়ে ওঠার কাহিনি। কীভাবে তিনি নারীশিক্ষার আলো জ্বালিয়েছিলেন, তাও উঠে আসে আলোচনায়।
ভগিনী নিবেদিতার ১৫৪তম জন্মদিবসে বুধবার ওয়েবিনারের আয়োজন করে রামকৃষ্ণ সারদা মিশনের অন্তর্গত সিস্টার নিবেদিতা হেরিটেজ মিউজিয়াম। এদিন সন্ধেয় বৈদিক মন্ত্রোচারণ দিয়ে ভার্চুয়াল আলোচনার সূচনা হয়।
প্রব্রাজিকা বেদান্তপ্রাণার কথায় উঠে আসে মার্গারেট নোবেলের সিস্টার নিবেদিতা হয়ে ওঠার কাহিনি। বাগবাজারের চিলতে গলিতে নারীশিক্ষার আলো জ্বালানোর কথা।
Continues below advertisement