সকালের শিরোনাম: বিজেপি নেতার খুনের প্রতিবাদে আজ ১২ ঘণ্টা বাগনান বনধের ডাক , দিল্লিতে আজ অমিত শাহ-রাজ্যপাল বৈঠক

Continues below advertisement

অষ্টমীর রাতে গুলিবিদ্ধ হয়ে এনআরএসে বিজেপি নেতার মৃত্যুতে রণক্ষেত্র বাগনান। অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ি-দোকান ভাঙচুর, নামল র‍্যাফ। নেতা খুনের প্রতিবাদে আজ ১২ ঘণ্টা বাগনান বনধের ডাক। দেহ না দিতে করোনা আক্রান্ত বলে প্রচার পুলিশের, অভিযোগ বিজেপির। হামলায় যোগ নেই, দাবি তৃণমূলের। অষ্টমীতে রাতে শ্যামনগরে আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্যু কলকাতায়। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির। মানতে নারাজ তৃণমূল, সঠিক তদন্তের দাবি। ১৫ দিনের বেশি মর্গে পটাশপুরে নিহত বিজেপি কর্মীর দেহ। কোর্টের নির্দেশের পড়েও ফের ময়নাতদন্ত না হওয়ার বিক্ষোভ। দেহ নিয়ে রাজনীতি, পাল্টা তৃণমূল। গুরুঙ্গ রাজ্যে ফেরার পরই দার্জিলিংয়ে রাজ্যপাল। আজ দিল্লিতে অমিতের সঙ্গে বৈঠক, তারপরই এক মাসের জন্য যাচ্ছেন উত্তরবঙ্গ। কালিম্পংয়ে গুরুঙ্গ বিরোধী মিছিল। আজ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অমিত শাহকে রিপোর্ট দেবেন ধনকড়। আমলাদের ভুমিকার প্রসঙ্গও তুলতে পারেন রাজ্যপাল। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। একুশের ভোটের আগে রাজ্য বিজেপিতে বড় রদবদল। ভাঙল দিলীপ—সুব্রত জুটি। সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে অমিতাভ চক্রবর্তী। উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গ, একুশের প্রস্তুতিতে ফের বাংলায় নাড্ডা। ৬ নভেম্বর বর্ধমান, ৭ নভেম্বর মেদিনীপুরের বৈঠক। কর্মীদের উদ্দেশে দিতে পারেন ভার্চুয়ালে বার্তা। ফের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী। করোনাকালে দেশের প্রথম ভোটে বিহারে বহু বুথে উধাও স্বাস্থ্যবিধি। অশান্তি ছাড়াই ৭১ টি আসনে মাত্র ৫৪ শতাংশ ভোট। মাস্কে পদ্ম, বুথে ঢুকে বিতর্কে বিজেপি প্রার্থী। করোনা আক্রান্ত স্মৃতি ইরানি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram