করোনা আবহে বেনজির সঙ্কট, রাজ্য ছাড়লেন আরও ১৬৯জন নার্স
Continues below advertisement
বেসরকারি হাসপাতাল থেকে নার্সদের ইস্তফার হিড়িক অব্যাহত রাজ্যে। রাজ্য ছাড়লেন আরও ১৬৯জন নার্স। সূত্রের খবর, এর মধ্যে বাংলা ছাড়লেন মণিপুরের ৯২, ত্রিপুরার ৪৩, ওড়িশার ৩২ এবং ঝাড়খণ্ডের ২ নার্স। বেসরকারি হাসপাতালগুলির দাবি, এর মধ্যে অনেক নার্সই ইস্তফা না দিয়েই রাজ্যে ফিরছেন। বাংলা ছেড়ে নিজেদের রাজ্যের পথে পাড়ি দিয়েছেন ইইডিএফের ৪৪, আমরির ৬৭, ডিসানের ১৬, পিয়ারলেসের ৬ এবং চার্নকের ১৩ জন নার্স।
Continues below advertisement
Tags :
Charnock Nurses Resigning Peerless UDF Amri Private Hospitals Nurse Manipur Tripura Jharkhand Abp Ananda Odisha