আজ থেকে বন্ধ আন্তর্জাতিক উড়ানের অবতরণ, কলকাতায় নামল শেষ বিমান
Continues below advertisement
আজ থেকে বন্ধ আন্তর্জাতিক উড়ান। তবে রবিবার সকাল সাড়ে ৫টার আগে যে সমস্ত উড়ান ভারতের উদ্দেশে রওনা দিয়েছে, সেগুলিকে নামার অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী, এদিন সকালে ২৭৩ জন যাত্রীকে নিয়ে দুবাই থেকে কলকাতায় আসে একটি বিমান। দিল্লি থেকে আরেকটি বিমানও কলকাতায় পৌঁছয়। এই উড়ানটিতে কয়েকজন যাত্রী রয়েছেন, যাঁরা গতকাল আমেরিকা থেকে দিল্লিতে ফেরেন। এই দুটি বিমানের সমস্ত যাত্রীকেই সরকারি তরফে বিশেষ বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে রাজারহাটের কোয়ারেন্টিন সেন্টারে। সেখানে তাঁদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করা হবে।
Continues below advertisement
Tags :
Coronavirus Symptoms Coronavirus Status Coronavirus Disease Coronavirus Update India Novel Coronavirus 2019-nCoV Corona Epidemic Corona Outbreak Coronavirus Covid-19