১ জন যাত্রীকে নিয়ে চলছে বেহালা পর্ণশ্রী-সল্টলেক রুটের সরকারি বাস!
Continues below advertisement
জনতা কার্ফুতে শুনসান টালিগঞ্জ থেকে মানিকতলা। রাস্তায় কয়েকটি বাসের দেখা মিললেও, যাত্রী সংখ্যা হাতে গোণা। মেট্রো চললেও, যাত্রী নামমাত্র। লোক নেই শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বরেও। একই ছবি রাজ্যের অন্যত্রও। ঝাড়গ্রামের বেলপাহাড়ি, নয়াগ্রাম, লালগড়, সাঁকরাইল সর্বত্রই ফাঁকা রাস্তাঘাট। জনশূন্য দিঘা। জলপাইগুড়িতে বন্ধ বাজার, দোকান।
Continues below advertisement
Tags :
Narendra Modi On Janta Curfew Government Bus Janta Curfew Saltlake Behala Abp Ananda Covid-19 Coronavirus Narendra Modi