গড়ফায় নেশার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হামলা, মৃত্যু প্রতিবাদীর বাবার
Continues below advertisement
নেশার প্রতিবাদ করায় গড়ফায় আক্রান্ত প্রতিবাদী, আক্রান্ত পরিবারও। আজ এসএসকেএমে মৃত্যু প্রতিবাদীর বাবার। ষষ্ঠীর দিন প্রতিবাদীর পরিবারের ওপর চড়াও দুষ্কৃতীরা। ছোটন নস্কর ও তাঁর পরিবারের ওপর চড়াও। রড-শাবল দিয়ে আঘাত, আহত ৬ জন। এসএসকেএমে মৃত্যু প্রতিবাদীর বাবার।
Continues below advertisement