চেনা ছকের বাইরে হেঁটে জন্মদিন পালন রুদ্রনীলের, আনন্দ ভাগ করে নিলেন লেক গার্ডেন্সের ঝুপড়ি এলাকায় কচিকাঁচাদের সঙ্গে

Continues below advertisement
চেনা ছকের বাইরে হেঁটে, আটচল্লিশতম জন্মদিন পালন করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এই বিশেষ দিনের আনন্দ তিনি ভাগ করে নিলেন লেক গার্ডেন্সের ঝুপড়ি এলাকায় কচিকাঁচাদের সঙ্গে। কেকের পাশাপাশি খুদেদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র এবং খাবার।
বাড়ি বা রেস্তোরাঁ নয়। ৪৮-তম জন্মদিনটা কচিকাঁচাদের সঙ্গে এভাবেই কাটালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। জন্মদিনের কেক এবং আনন্দ, দু’টোই ভাগ করে নিলেন, অনেক কিছু থেকে বঞ্চিত এই খুদেদের সঙ্গে। বুধবার সকাল সকালই রুদ্রনীল পৌঁছে যান লেক গার্ডেন্স এলাকার একটি ঝুপড়িতে। বেলুন দিয়ে সাজানো হয়েছিল গোটা চত্বর। কচিকাঁচাদের ডেকে তাদের সঙ্গে কেক কাটেন অভিনেতা। নিজে হাতে তাঁদের কেক খাইয়ে দেন। এরপর এই শিশুদের হাতে শীতবস্ত্র এবং খাবারও তুলে দেওয়া হয়। 
তারকাদের জন্মদিন বললেই সাধারণত যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে, তা হল চাকচিক্যে ভরা আয়োজন, সেলিব্রিটি সমাহার, ফ্ল্যাশবাল্বের ঝলকানি। ব্যতিক্রমী রুদ্রনীলের জন্মদিনে তারকা ছিল না ঠিকই। কিন্তু, আনন্দে আত্মহারা এই কচিকাঁচাদের মুখের হাসি কোনও তারার থেকে কম উজ্জ্বল ছিল না। জন্মদিনে এর থেকে বড় উপহার আর কীই বা হতে পারত!
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram