বিএম বিড়লা থেকে সিএমআরআই, করোনা রোগীকে ৩০০ মিটার পথ নিয়ে যেতে ৬০০০ টাকা নিল অ্যাম্বুল্যান্স
Continues below advertisement
৩০০ মিটার যেতে অ্যাম্বুল্যান্সের ভাড়া ৬০০০ টাকা। বিএম বিড়লা থেকে সিএমআরআই যেতে চড়া ভাড়া। করোনা আক্রান্তকে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য। ভাল পরিষেবা দিতেই চড়া ভাড়া , দাবি অ্যাম্বুল্যান্সের চালকের। করোনা কাড়ছে প্রাণ, বারবার সতর্ক করছেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত ভারতে করোনা ১ লক্ষ ৯ হাজারের বেশি মানুষ করোনা মৃত্যু হয়েছে। হাওড়া সালকিয়ার বছর ৮২ ব্যাক্তির পরিবারের দাবি, পেসমেকারের সমস্যা নিয়ে তিনি বি এম বিড়লায় যান সেখানে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর স্থানান্তরিত করা সিএমআরই হাসপাতালে। পরিবারের দাবি, ৩০০ মিটার যেতে নেওয়া হয় ৬০০০ টাকা।
Continues below advertisement