ঘূর্ণিঝড় উমপুন: ভাঙল ডিজিপির বাড়ির পাঁচিলের একাংশ, তছনছ বেলভেডিয়ার রোড, বেকার রোড
Continues below advertisement
ঘূর্ণিঝড় উমপুন: রাত পেরিয়ে সকাল। ঘূর্ণিঝড় উমপুনের ধ্বংসলীলার ছাপ এখনও ছড়িয়ে কলকাতাজুড়ে। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় উপড়ে গিয়েছে গাছ। এখনও তা রাস্তাজুড়ে পড়ে রয়েছে। কোথাও গাছের ভারে ছিঁড়েছে বিদ্যুতের তার। কোথাও উপড়ে গিয়েছে লাইটপোস্ট বা সিগনাল পোস্ট। আর তার জেরে আটকে গিয়েছে রাস্তা। কোনও রাস্তায় আবার এখনও জল দাঁড়িয়ে রয়েছে। ফলে গাড়ি চলাচল করতে পারছে না।
Continues below advertisement
Tags :
Alipur Amphan Effect Kolkata Cyclone Effects ABP Live Cyclone Amphan Effects Amphan Effects Cyclone Amphan Devastation Amphan Devastation Abp Ananda